শার্শায় শিমের ডাবল সেঞ্চুরি কেজি ২০০

0
159
আবুবক্কার সিদ্দিক : যশোরের শার্শায় উপজেলা জুড়ে বাজারে উঠেছে নতুন শিম। বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। তবে দাম বেশি হলেও অন্য সবজির থেকে শিমের চাহিদাও ব্যাপক বলে জানান ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন বাজারে বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বললে তারা এমন তথ্য জানান।
উপজেলার নিজামপুর কাঁচাবাজারের সবজি ক্রেতা মো. শুকুর আলী বলেন, ‌‘এই মৌসুমে বাজারে প্রথমদিন শিম দেখলাম দুই তিনটা দোকানে। তবে দাম বেশি। প্রতিকেজি শিম বিক্রি করছে ২০০ টাকা দরে। যেহেতু অনেকদিন পর বাজারে এসেছে শিম, তাই ৫০০ গ্রাম কিনেছি।
আরেক ক্রেতা নয়ন হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরেই আলু, পটল, বেগুন, পুইশাক খেয়ে আসছি। আজ বাজারে এসে দেখি শিম উঠেছে। কিন্তু দাম তুলনামূলক বেশি। তাই নতুন পণ্যটি ২৫০ গ্রাম কিনলাম ৫০ টাকা দিয়ে।’
তিনি আরও বলেন, ‘শিমগুলো এখনো বিচি হয়নি। আকারেও ছোট। তারপর কিনলাম মেনুতে পরিবর্তন আনতে। ধীরে ধীরে হয়তো দাম কমে আসবে।’
শিম বিক্রেতা জাহিদ হাসান মুন্না বলেন, ‘এটা আগাম জাতের শিম বেশি দামেই কিনতে হচ্ছে, তবে চাহিদা ভালো হওয়াতে বিক্রি করতে সমস্যা হচ্ছে না। আগামী কয়েকদিনের মধ্যে হয়তো দাম অনেকটা কমে আসবে। ‘সোহেল রানা নামে আরেক বিক্রেতা বলেন, ‘ বাজারে যে শিমগুলো আসছে এগুলো বাইরে থেকে আসছে এবং পাইকারি দরেই ১৬০ টাকা কেজিতে কিনে এনেছি। কোনো ক্রেতা ১ কেজি নিলে ১৭০ -১৮০ টাকা কেজি, ৫০০ গ্রাম নিলে ১৮০ টাকা কেজি আর কোনো ক্রেতা যদি ২৫০ গ্রাম নেন, তাহলে ২০০ টাকা কেজি দরে বিক্রি করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here