ঝিকরগাছায় এসিড নিক্ষেপের সাড়ে ৩বছর পর আসামী আটক

0
168
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।।  যশোরের ঝিকরগাছায় এসিড নিক্ষেপের সাড়ে ৩বছর পর মুল আসামী আটক হয়েছে। দীর্ঘদিন পালিয়ে থাকা অভিযুক্ত আসামী ইলিয়াস হোসেন গোপনে বাড়িতে আসলে ঝিকরগাছা থানার এসআই মেজবাহুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে একটি পরিত্যাক্ত গোয়ালঘর থেকে তাকে আটক করে। অভিযুক্ত ইলিয়াস উপজেলার নওদাপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে। জানাগেছে, ২০২০ সালের ১২ জুলাই সাবেক স্বামী ইলিয়াস হোসেনের ছোড়া এসিডে লাইজানী গ্রামের বাসিন্দা রিনা বেগম (৪০) চাতাল শ্রমিক দগ্ধ হয়। ওই ঘটনায় ২০০২ সালের এসিড অপরাধ দমন আইন-৫ (খ) (ক) ধারায় একটি মামলা হয় যার নং-৫, তাং-১২/০৭/২০২৩ ইং। উক্ত মামলার একমাত্র আসামী ইলিয়াস উদ্দিন ওই ঘটনার পর থেকে পালাতক ছিল। অবশেষে দীর্ঘ সাড়ে ৩বছর পর ঝিকরগাছা থানা পুলিশ অভিযুক্ত ইলিয়াস হোসেনকে আটক করতে সক্ষময়েছে। ঝিকরগাছা থানার এস আই মেজবাহুর রহমান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে উল্লেখিত আসামী ইলিয়াসকে আটকের চেষ্টা করা হচ্ছিল। অবশেষে সফল হয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here