মহেশপুর সড়কদূর্ঘটনায় এইচ এস সি পরীক্ষার্থী নিহত

0
332
মহেশপুর, ঝিনাইদহ, অফিস ঃ-  ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর জিন্নানগর প্রধানসড়কের গুড়দাহ এলাকায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গোলাম রোসুল নামের এক এইচ এস সি পরীক্ষার্থী নিহত হয়েছে,জানাগেছে নিহত গোলাম রোসুল উপজেলার মানিকদিহি গ্রামের মনিরুল ইসলামের ছেলে,আজ সকালে শেখ হাসিনা পদ্মপুকুর ডিগ্রি কলেজে এইচ এস সি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে,মোটর সাইকেল যোগে বাড়ীথেকে বের হলে,পথিমধ্যে গুড়দাহো এলাকার ইট ভাটার নিকট পৌছালে,হঠাৎ মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে পিচ রাস্তার ওপর পড়ে ঘটনাস্থলেই নিহত হয় গোলাম রোসুল,নিহত গোলাম রোসুল সামবাজার আলফাতুন্নেছা ডিগ্রি  কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।খবর পেয়ে মহেশপুর থানাধীন দত্তনগর পুলিশ ফাড়ীর  ইঞ্চার্জ, এস আই আশিষ দাষ,এ এস আই ফিরোজ মাহমুদ সহ সঙ্গীয় পুলিশ সদস্যগন দ্রুত ঘটনাস্থলে পৌছায়,
লাশের শ্রোতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের প্রক্রিয়া  চলছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here