নূর হাসান লাল্টু বাঘারপাড়া : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিন দিন সরব হয়ে উঠছে বাঘারপাড়া উপজেলার রাজনীতির মাঠ।ইতিমধ্যে উপজেলার সর্বত্র বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।কে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নেতা কর্মি সাধারন সমর্থকরা তাদের নিজ নিজ পছন্দের নেতার পক্ষে সমর্থন দিচ্ছে। এ নির্বাচনে আওয়ামীলীগের প্রায় ডজনখানেক নেতা মনোনয়ন প্রত্যাশী। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সে অনুযায়ী বেশি সময় নেই নির্বাচনের।তাই আওয়ামীলীগ দলীয় নেতা-কর্মীদের বেশ সরব দেখা যাচ্ছে। এদিকে, মনোনয়ন প্রত্যাশীরা দলীয় টিকিট পাওয়ার জন্য আওয়ামীলীগের হাইকমান্ডে প্রানপন চেষ্টা করে যাচ্ছে। নির্বাচনী এলাকায় চালাচ্ছে ব্যাপক গনসংযোগ, নিজ নিজ নেতাকর্মিদের নিয়ে করছে সভা মিছিল মিটিং উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মকান্ড।দলীয় প্রোগ্রামে নিজ নিজ বলয় তৈরী করে মিছিল মিটিং সভা সমাবেশ করে যাচ্ছে মনোনয়ন প্রত্যাশীরা।পিছিয়ে নেই পোষ্টার,প্যানা,ফেস্টুন ব্যানার লিফলেট লাগাতে। বাঘারপাড়া -অভয়নগর (বসুন্দিয়া) এলাকা নিয়ে যশোর -৪ আসন। এ আসনটি মূলত আওয়ামীলীগের ঘাটি হিসেবে পরিচিত। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীনের পর এ আসনটিতে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী পীরজাদা শাহ হাদি উজ্জামান পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর বিএনপি সহ চার দলীয় জোট থেকে এম এম আমিন উদ্দীন একবার এম পি নির্বাচিত হয়। তারপর থেকে নবম দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে টানা তৃতীয় মেয়াদে বর্তমান এমপি ও বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু রনজিত কুমার রায় সংসদ সদস্য হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্ধীতাপূর্ন হবে। সে কারনে দলীয় মনোনয়ন বোর্ড ও দলের সর্ব্বোচ্য নীতিনির্ধারক কমিটি নমিনেশনের ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করছে বলে জানিয়েছেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা। বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সকল নেতা কর্মি আসন্ন নির্বাচনে দলের ত্যাগী পরীক্ষিত রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন এবং সবার কাছে গ্রহনযোগ্য দলের নেতা কর্মিদের সাথে সুসম্পর্ক বজায় রাখে এমন পরিচ্ছন্ন নেতা দলীয় মনোনয়ন পাক সেটাই তাদের দাবি বলে জানা গেছে। এবারে যশোর -৪ আসনে আওয়ামীলীগের একাধিক প্রার্থী মনোনয়ন পেতে জোরেশোরে মাঠে নেমেছে। ৮৮ যশোর -৪ (বাঘারপাড়া অভয়নগর বসুন্দিয়া) আসনটিতে যারা মনোনয়ন প্রত্যাশীঃ বাবু রনজিত কুমার রায়ঃ তিনি এ আসনের টানা তিন বারের বর্তমান সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি। তিনি আবারও মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন আমি আমার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি,সব কিছু বিবেচনা করে দল আমাকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় মনোনয়ন দিবে বলে মনে করেন এমপি রনজিত। বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী সাবেক অতিরিক্ত সচিব। চাকরি জীবনে অতি সুনামের সাথে দায়িত্ব পালন শেষে কোমর বেঁধে নেমে পড়েন রাজনীতিতে। বাঘারপাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতাদের সাথে নিয়ে দলীয় সকল কর্মকান্ডে সক্রিয় অংশ গ্রহন করে বেশ জোরেশোরেই নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন সাবেক এ আমলা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় নমিনেশন পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানান সন্তোষ কুমার। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সোলায়মান হোসেনঃ বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের দুঃসময়ের সাবেক সাধারন সম্পাদক,বাঘারপাড়া উপজেলার প্রতিষ্ঠাকালিন ছাত্রলীগের প্রথম সাবেক সভাপতি বারবার কারা বরনকারী ত্যাগী,পরীক্ষীত বর্ষীয়ান রাজনীতিবিদ। দলের সকল প্রোগ্রামে তার সরব উপস্থিতি, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গন সংযোগ, লিফলেট বিতরনসহ মিছিল মিটিংয়ে নৌকার পক্ষে ভোট ভিক্ষা অব্যহত রেখেছেন সোলায়মান হোসেন বিশ্বাস। উপেক্ষিত এ নেতা নৌকার মনোনয়ন পাবেন বলে আশা করেন। ইন্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফারাজী : যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তরুণ এ নেতা বেশ আগে থেকেই নিজস্ব বলয় তৈরি করে বিভিন্ন সভা,সমাবেশ, গন সংযোগ, উঠান বৈঠকসহ দলের সার্বিক অনুষ্ঠান পৃথকভাবে পালন করছেন। তিনি ও আওয়ামীলীগের মনোনয়ন দাবি করছেন। ডাক্তার প্রফেসর নিকুঞ্জ বিহারী গোলদারঃ যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের অবসরপ্রাপ্ত গাইনী বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান। চিকিৎসা পেশা থেকে বছর খানেক অবসর নিয়ে নেমে পড়েন রাজনীতিতে।যশোর -৪ আসনের জনগণের মাঝে শুরু করেন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রী ঔষধ বিতরন। নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় ফ্রী ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে নজরে আসেন ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদার। তিনি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।শাহ্ ফরিদ জাহাঙ্গীরঃ অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান, পাঁচ বারের সাবেক এমপি শাহ্ হাদিউজ্জামানের পুত্র শাহ্ ফরিদ জাহাঙ্গীর নৌকার মনোনয়ন প্রত্যাশী। এনামুল হক বাবুল ফারাজীঃ অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। মোহিত কুমার নাথঃ যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি। তিনি দলের মনোনয়ন চেয়ে বাঘারপাড়ায় প্যানা পোস্টার টাঙিয়েছেন, মাঝে মাঝে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় এ নেতাকে।তিনি যশোর -৪ আসনে আওয়ামীলীগের নমিনেশন দাবি করবেন বলে জানা গেছে। সরদার অলিয়ার রহমানঃ অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান, তিনি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ করছেন বলে জানা গেছে। ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজঃ সাবেক সহ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রলীগ,বর্তমান যশোর জেলা আওয়ামীলীগের সদস্য। দলীয় নমিনেশন পেতে গণসংযোগসহ নানা কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এ ছাড়াও এস এম আলমগীর হাসান রাজীবের নামও শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত কার ভাগ্যে জোটে দলীয় মনোনয়ন সেটা দেখার অপেক্ষায় আছে বাঘারপাড়ার মানুষ। এ দিকে,বাঘারপাড়ায় বিএনপির কোন নেতা কর্মিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে ময়দানে দেখা যাচ্ছে না। নির্বাচনের কোন প্রস্তুতিই নেই দলটির।
তালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছার আগড়ঘাটায় উদ্ধার
কাজী লিয়াকত হোসেন,তালা : সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদ পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া রবিউল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার হয়েছে। রোববার সকালে খুলনার...
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় দোয়া অনুষ্ঠানে ড. লায়ন ফরিদুল ইসলাম— বিএনপি...
মোংলা প্রতিনিধি : মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেছেন, লায়ন ড. ফরিদুল ইসলাম বিএনপির পক্ষ থেকে জাতীয়...
নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে চৌগাছায় পুলিশের কঠোর নিরাপত্তা ও চেকিং
চৌগাছা পৌর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের চৌগাছা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম...
ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুইটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা...
যশোরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের...















