যশোরে হাসিমুখএর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান 

0
175
যশোর অফিস : যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে যশোর সদরের চুড়ামনকাঠির খোজারহাট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল (২৯ সেপ্টেম্বর শুক্রবার) সকাল ৯টা থেকে বিনামুল্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক লোকমান হোসেন।ফ্রি চিকিৎসা সেবা প্রধান দিনে ২৬৫ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। ২০২৩ সালের মে মাসে হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থাটি ৪০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে। সংস্থাটি বিভিন্ন সময়ে বিনামূল্যে চিকিৎসা সেবা, বিনামূল্যে রক্তদান ও রক্তেরগ্রুপ নির্ণয়, বিনামূল্যে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, আর্থিক ও শিক্ষা সহায়তা,বেকারদের প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক অবক্ষরোধ ও নানাবিদ কর্মকান্ড পরিচালনা করছে দীর্ঘদিন ধরে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মেহেদী খালিদ হুসাইন সংগঠনের সভাপতি মিলন,সাধারন সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির রিপন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজিদ, ৬নং কাশিমপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের জনপ্রতিনিধি আসাদুজ্জামান লাল্টু সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,সহ-সভাপতি আরিফা জাহান, সহ-সভপতি বাবুল ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক টিপু গাজী, প্রচার সম্পাদক শরীফ হোসেন ,কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, মা ও শিশু বিষয়ক সম্পাদক তানিয়া সুলতানা, কার্যকরী সদস্য রুপালী বেগম, সেলিম হোসেন, সোহেল রানা, আলমগীর হোসাইন,আলাল হোসেন, ইমরান হোসেন, শাকিল আহমেদ, মাহাবুব হোসেন, রেজাউল ইসলাম, রাসেল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here