বর্ণীল আয়োজনে যশোরে পালিত হলো চ্যানেল আইয়ের জন্মদিন

0
197
যশোর প্রতিনিধি : বর্ণীল আয়োজনে যশোরে পালিত হয়েছে চ্যানেল আইয়ের জন্মদিন। দেশের জনপ্রিয় এ টেলিভিশনের ২৫ বছর পদার্পন উপলক্ষে আজ রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজন করা হয় আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসনের স্থাণীয় সরকার উপপরিচালক মো. রফিকুল হাসান। অনুষ্ঠানের শুরুতে চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আকরামুজ্জামান শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর চ্যানেল আই ও তার সাংবাদিক, কলাকৌশলীদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন, যশোর জেলা সংবাদ পত্র পরিষদের সভাপতি একরাম উদ দৌলাহ, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন ও যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু। অনুষ্ঠান পরিচালনা করেন, দৈনিক লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ।
অনুষ্ঠানে আলোচকবৃন্দ বলেন, দেশের টেলিভিশন জগতে চ্যানেল আই একটি বহুমাত্রিক প্রতিভার গণমাধ্যম। মুক্তিযুদ্ধের চেতনা বিশ^াসী এ চ্যানেল যেমন বিনোদনের খোরাক জুগিয়ে আসছে, ঠিক তেমনি দেশের শিল্প-সংস্কৃতি, কৃষি, পরিবেশ, টকশো, সংবাদসহ সার্বিক বিষয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। আগামীতে এসব কর্মযজ্ঞের ধারবাহিকতা বজায় থাকবে বলে আলোচকবৃন্দ প্রত্যাশা করেন।
আলোচনা সভা শেষে চ্যানেল আইয়ের ২৫ বছর পদার্পন কেক কেটে উদযাপন করা হয়। সমগ্র অনুষ্ঠানে যশোরের সকল-শ্রেণীপেশার গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here