মুজিব কোট পেয়ে মুক্তিযোদ্ধাদের প্রতিক্রিয়া ‘বিপুল ফারাজী মুক্তিযোদ্ধাদের যে মূল্যায়ন করেছেন তা মনে রাখার ১১৩ মুক্তিযোদ্ধাকে মুজিব কোট দিলেন বিপুল ফারাজী

0
159
স্টাফ রিপোর্টার : যশোরের বাঘারপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করে মুজিব কোট প্রদান করেছেন যশোর -৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। রোববার (০৮ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সংক্রান্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী।অনুষ্ঠানে মোট ১১৩ জন বীর মুক্তিযোদ্ধাকে মুজিব কোট প্রদান করা হয়। পর্যায়ক্রমে যশোর -৪ আসনের সব মুক্তিযোদ্ধাকে মুজিব কোট প্রদান করা হবে জানানো হয়।
মুজিব কোট পেয়ে বীর মুক্তিযোদ্ধারা বলেন,’ ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী মুক্তিযোদ্ধাদের যে মূল্যায়ন করেছেন -তা মনে রাখার মতো’। একই সাথে তার সাফল্য কামনা করেন দেশের এই শ্রেষ্ঠ সন্তানেরা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাকফেরাত কামনা করে ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা স্বাধীনতা পেয়েছি।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।  চক্রান্তকারীরা দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করে এদেশ থেকে আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। উন্নয়ন বাধাগ্রস্থ করতে জামাত বিএনপি এখনো নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ একদিন উন্নত রাষ্ট্রে পরিনত হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আব্দুর রাজ্জাক , বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালেক মাস্টার, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযুদ্ধা হাফিজুর রহমান হারু, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলমগীর সিদ্দিকী, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ পলাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here