মনিরামপুর অপরিকল্পিত ভাবে  মৎস ঘের করায় কৃষকের আমন ধানের ব্যাপক ক্ষতির সম্ভাবনা

0
221

মনিরামপুর (পৌর)প্রতিনিধিঃ– যশোর মনিরামপুর উপজেলার ১৩নং খানপুর ইউনিয়নের অন্তর্গত সরদার পাড়া, সেলিমপুর,মাছনা গ্রামের কৃষকেরা ধান চাষাবাদ করে নিজেদের এবং গৃহপালিত পশুর খাদ্যের যোগান দেয় কিন্তু অত্র এলাকার  পার্শবর্তী শালিখার বিলে এ পর্যন্ত অপরিকল্পিত ভাবে মোট ৬/৭টি মৎস ঘের খনন করে ঘের মালিকগন ব্যাবসা করে আসছে।তাহার মধ্যে প্রথমে আনুমানিক ১৪/১৫ বছর যাবত শালিখার বিলের সেলিমপুর  বাজার থেকে মাছনা বাজার যেতে  রাস্তার পূর্বপাশে এম এ হালিম এবং চিকন বাবুর মৎস ঘের এর মাঝখানে পানি নিষ্ষ্কাশনের জন্যে যে ক্যানেল রাখা হয়েছে সেটি প্রথমে ঘের খনন করার সময় ক্যানেল রাখা হয়েছিলো।কিন্তু দীর্ঘদিন এই ক্যানেলটি খনন না করায় মাটি এবং শেওলা আবর্জনায়  ক্যানেলটি ভরাট হওয়ার উপক্রম হয়েছে।এদিকে রাস্তার পশ্চিম পাশে অপরিকল্পিত ভাবে ক্যানেল ছাড়া ১টি  মৎস ঘের খনন করা হয়েছে।টানা বৃষ্টিপাতের জন্যে মৎস ঘেরের কোন ক্যানেল না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কারনে কৃষকের আমন ধানের ব্যাপক ক্ষতি হবার সম্ভাবনার  সৃষ্টি হয়েছে।বর্তমানে আমন  ধান গাছের মুকুল  বের হয়েছে আর ধান গাছের মুকুল পানির নিচে তলিয়ে গেছে কিন্তু দ্রুত বৃষ্টির পানি নিষ্কাশনের জন্যে  ঘেরের ক্যানেল না রেখে মৎস ঘের খনন করেছে। যেখানে সরকারি নীতিমালা রয়েছে মৎস ঘের করলে পানি নিষ্কাশনের জন্যে অবশ্যই ক্যানেল রাখতে হবে কিন্তু কোন নিয়ম নীতি তোয়াক্কা না করে শেখপাড়া খানপুর গ্রামের আঃ গফুর এর তত্বাবধায়নে মৎস ঘের খনন করেছে।  আর এভাবে ফসলের জমি জলাবদ্ধতার সৃষ্টি হয়ে অামন ধানের ক্ষতি হলে  গরীব দিনমজুরদের খাদ্যের অভাব দেখা দিবে এবং গবাদি পশুর খাদ্যের সংকটে পড়বে। বর্তমান সরকার যেখানে জলাবদ্ধতা নিরসনে জন্যে যেখানে ভবদহের পানি নিষ্কাশনের জন্যে সেচ  মেশিন দিয়ে পানি সেচের কার্যক্রম পরিচালনা করছে যেনো কোন জলাবদ্ধতার সৃষ্টি না হয় অপর দিকে শালিখার বিলে অপরিকল্পিত ভাবে পানি নিষ্কাশনের জন্যে  ক্যানেল ছাড়া ১টি মৎস ঘের করেছে আর যে ক্যানেল গুলি আছে সেটা ময়লা আবর্জনা এবং মাটি জমে ভরাট হবার উপক্রম হয়েছে।এ কারনে মৎস ঘেরের মালিকদের প্রতি চাপ সৃষ্টি করে ঘের এর পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্যে দ্রুত ক্যানেল খননের জন্যে উপজেলা প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী না হলে জলাবদ্ধতার কারনে আমন ধানের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here