অভয়নগরে সরকারি রাস্তার জমি দখল করে প্রাচীর নির্মাণ, জলাবদ্ধ শতাধিক পরিবার

0
155

মিঠুন দত্ত: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার মহাকাল গ্রামের চেঙ্গুটিয়া বাজারের যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন সোহাগ পেট্রোলিয়াম পাম্পের পাশে হতে চেঙ্গুটিয়া লবনমিল পর্যন্ত ও মৃত হাসান আলী মাষ্টারে বাড়ি হতে শাহিনুল সরদারের বাড়ি পর্যন্ত সরকারি রাস্তার জমি দখল করে সিমানা প্রচীর নির্মাণ করায় ড্রেন নির্মাণ কাজে বাধা সৃষ্টি,শতাধিক পরিবার জলাবদ্ধ। এবিষয়ে গত রবিবার সহকারী কমিশনার(ভুমি) কাছে একটি লিখিত অভিযোগ করেন এলাকাবাসী।
সরজমিনে গিয়ে দেখাযায়, অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড এর যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন মহাকাল গ্রামের সোহাগ পেট্রোলিয়াম পাম্পের পাশ হতে চেঙ্গুটিয়া লবনমিল পর্যন্ত ও মৃত হাসান আলী মাষ্টারে বাড়ি হতে শাহিনুল সরদারের বাড়ি পর্যন্ত সরকারি রাস্তার জমি দখল করে সিমানা প্রচীর নির্মাণ করায় রাস্তা সহ ড্রেন নির্মাণ কাজে বাধা সৃষ্টি হচ্ছে। এতে করে বৃষ্টির পানি সরবার ব্যবস্থা না থাকায় শতাধিক পরিবার জলাবদ্ধ হয়ে রয়েছে। যার ফলে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া পানিবাহিত বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছে এলাকাবাসী।
মহাকাল গ্রামের দুধ বিক্রেতা বিশ^ ঘোষ বলেন,সরকারি রাস্তার পাশে নিয়ম অনুযায় যতোটুকু রাস্তা ছাড়ার কথা আছে আমি তার থেকে বেশি ছেড়েছি, কিন্তু রাস্তার সরকারি জমি পৌরসভার থেকে মেপে দেওয়ার পরেও প্রভাবশালী কিছু লোক রাস্তার জায়গা ছাড়েনি। এতে করে ড্রেনের কাজ বন্ধ আছে। আর বৃষ্টির জল আমাদের ঘর বাড়িতে উঠে গেছে।
একই এলাকার দিনমুজুর মো:আহম্মদ মোড়ল বলেন, নিষ্কাশন ব্যবস্থা না থাকায়,গত দিনের বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। যাতে করে আমার ঘরে পানি উঠে গেছে। সরকারি রাস্তার জমি এভাবে দখল করে রাখায় পানি যাবার জন্য যে ড্রেনটি করা হচ্ছিল তা এখন বন্ধ হয়ে রয়েছে। আমরা গরিব মানুষ বলে কোন ন্যয় বিচার পাইনা।প্রভাবশালিরা তাদের প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার জমি দখল করে আছে। মরতি মরন আমাদের কোথায় যাব আমরা।
একই এলাকার আজিজুর রহমান জানান, গত বছর পৌরসভার লোক এসে সরকারি রাস্তার জমি মেপে দিয়ে গেছে। তা সত্তেও প্রভাশালী রিয়াজুল ইসলাম,সেলিনা ,বিথিকা সহ বেশ কিছু লোক জোর খাটিয়ে জমি দখল করে আছে। যাতে করে ড্রেনের কাজ বন্ধ আছে। জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ঘর বাড়িতে পানি উঠে যাচ্ছে,তাছাড়া পানিবাহিত নানা রোগ দেখা দিচ্ছে। দ্রুত এর একটি সঠিক সমাধানের দাবি করছি আমরা।
এবিষয়ে দখলদার বিথিকা শিল কাছে জানার জন্য তারবাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নী।পরে বারবার তার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননী।
দখলদার রিয়াজুল ইসলাম বলেন,আমার জায়গায় আমি আছি,কে বলেছে আমি রাস্তার জায়গায় আছি।
১নং ওয়ার্ড কাউন্সিলর তানু মির জানান,সরকারি রাস্তা দখলের কোন সুযগ নাই,আমরা পৌরসভার উদ্যোগে খুব তাড়াতাড়ি এসকল দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
অভয়নগর উপজেলার সহরারী কমিশনার(ভূমি) থান্দার কামরুজ্জামান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমি খুব তাড়াতাড়ি এসকল দখলদারদের ব্যবস্থা গ্রহণ করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here