চৌগাছায় গাছি সমাবেশ ও প্রণোদনা প্রদান

0
145

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় খেঁজুর গাছ কাটা গাছিদের নিয়ে গাছি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে তাদের মধ্যে প্রণোদনার সরিষা, মসুর ও পেয়াজ বীজ প্রদান করা হয়।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ ঈদগাহ চত্বরে এই গাছি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুবাশি^র হুসাইন, সমবায় কর্মকর্তা ওয়াহিদুর রহমান, খেঁজুর গাছ ও গুড় গবেষক সৈয়দ নকিব মাহমুদ, প্রেসক্লাব চৌগাছার সেক্রেটারী জিয়াউর রহমান রিন্টু। গাছিদের পক্ষ থেকে হাকিমপুর ইউনিয়নের চাকলা গ্রামের আব্দুল কুদ্দুসসহ কয়েকজন।
সমাবেশে ইউএনও বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের গাছিদের একটি করে সরকারি সমবায় সমিতি করে দেয়া হচ্ছে। এরই মধ্যে ৪টি ইউনিয়নে সমিতি গঠন সম্পন্ন হয়েছে। একটি ওয়েবসাইট খুলে গাছিদের ছবিসহ নামের তালিকা ও মোবাইল নম্বর দিয়ে দেয়া হবে। যেন দেশের যে কোন প্রান্ত থেকে ক্রেতারা সরাসরি গাছিদের কাছ থেকে খেঁজুর গুড় ক্রয় করতে পারেন। এছাড়া গাছিদের প্রশিক্ষণ প্রদান ও সরঞ্জাম প্রদান  এবং সরকারি প্রণোদনার আওতায় আনা হয়েছে। যা অব্যাহত রাখা হবে। এর বিনিময়ে গাছিদের কাছে তিনি অনুরোধ করেন কোনভাবেই গুড়ে ভেজাল দেয়া যাবে না, বেশি বেশি খেঁজুর গাছ লাগাতে হবে এবং নতুন প্রজন্মকে গাছ কাটার প্রশিক্ষণ দেয়া অব্যাহত রাখতে হবে। গাছিরা এসব বিষয়ে একমত পোষণ করেন।
সমাবেশ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে খেঁজুর গাছ কাটা ও রস ভাইরাস মুক্ত রাখা, খেঁজুর গুড় থেকে গুড়ের চিনি তৈরি এবং চৌগাছায় ‘খাটি খেঁজুর গুড়ের মেলা’র উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন শেষে গাছিদের মধে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে প্রণোদনার সরিষা, মসুর ও পেয়াজ বীজ এবং সার প্রদান করা হয়। সমাবেশে পাঁচ শতাধিক গাছি অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মুবাশি^র হুসাইন বলেন, উপজেলার প্রায় ১৪০০ খেঁজুর গাছ কাটা গাছিকে কৃষি বিভাগের বিভিন্ন প্রণোদনার আওতায় চলতি মৌসুমে প্রণোদনার বিভিন্ন বীজ ও সার প্রদান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here