নড়াইলে ডেঙ্গুতে গৃহবধূ মৃত্যু 

0
147
নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে লিজা বেগম (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  সোমবার (১৬ অক্টোবর) সকালে সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডা. আব্দুল্লাহ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের আজিজুর শেখের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, গত শনিবার রাতে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয় লিজা বেগম। বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ওই গৃহবধূর অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন রোববার দিনগত রাতে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করে। পরে সোমবার সকালে কর্তব্যরত চিকিৎসক তার ডেঙ্গু পরীক্ষা করলে পজেটিভ আসে। এক পর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং সকাল সাড়ে ১১টার দিকে মারা যান। এ বিষয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডা.আব্দুল্লাহ আল মামুন বলেন, লিজা বেগম ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া সবাইকে ডেঙ্গু বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here