শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অভয়নগরে সরকারি বরাদ্দকৃত অনুদান বিতরণ অনুষ্ঠানে রনজিত রায় এমপি

0
153

অভয়নগর (যশোর) প্রতিনিধি : বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে উৎসব উদযাপন করে থাকে। তাই ধর্মের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ^াস ও আস্থা থাকতে হবে। তাহলেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-মিশন বাস্তবায়ন করা সম্ভব হবে। ক্ষুধা, দারিদ্রমুক্ত ও আলোকিত বাংলাদেশ গড়ে উঠবে। বাংলাদেশ দ্রুত সময়ের মধ্যে স্মার্ট বাংলাদেশ পরিণত হবে। স্বাধীনতা বিরোধী দেশীয় ও বিদেশী অপশক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। কোনো ষড়যন্ত্র শেখ হাসিনাকে দমাতে পারবেনা। কারণ দেশের জনগণ শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে আছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যশোরের অভয়নগর উপজেলায় সরকারি বরাদ্দকৃত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য রনজিত কুমার রায় তার বক্তব্যে এ কথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখার আয়োজনে মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে নওয়াপাড়া কালীবাড়ী মন্দির চত্বরে অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-খ) জাহিদুল ইসলাম সোহাগ, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ, অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অধীর কুমার পাড়ে, নওয়াপাড়া কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি শেখর কুমার সাহা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার ইউনিয়ন ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সূধীজনেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নওয়াপাড়া পৌর শাখা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস।
পূজা উদযাপন পরিষদ সূত্র জানায়, এবার অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় ১’শ ৩৪টি মন্দিরে দুর্গাপূজা উদযাপিত হবে। সরকারি বরাদ্দ হিসেবে প্রতি মন্দির কমিটির হাতে নগদ ১৯ হাজার টাকা করে মোট ২৫ লাখ ৪৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি তার নিজেস্ব তহবিল হতে প্রতি মন্দিরের জন্য নগদ পাঁচ হাজার করে টাকা দিবেন বলে ঘোষণা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here