মাদ্রাসা ছাত্র রুম্মানকে ফিরিয়ে দিতে শিক্ষকের মুক্তিপণ দাবি 

0
196

যশোর সদর উপজেলার রাজারহাটস্থ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে একজন ছাত্র নিখোজ হয়েছেন। নিখোজ ছাত্রের নাম রাইজুল ইসলাম রুম্মান। তার বয়স  ১১ বছর। তাকে ফিরিয়ে দেওয়ার বিপরীতে একই মাদ্রাসার  এক শিক্ষক  চাঁদা দাবি করেছেন। বুধবার ১৮ অক্টোবর প্রেসক্লাব যশোরে নিখোজ ওই ছাত্রের বাবা মা সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন। লিখিত বক্তব্যে রুম্মানের মা রাজিয়া সুলতানা রুমা বলেন, তার ছেলে দীর্ঘ প্রায় দেড় মাস ধরে নিখোজ। সে রাজারহাটের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেনীর ছাত্র। গত ২ সেপ্টেম্বর দুপুর থেকে সে নিখোজ রয়েছে। এ বিষয়ে কোতয়ালি মডেল থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। নম্বর-১৯৪, তারিখ-৩/০৯/২০২৩। এরপর একই মাদ্রাসার শিক্ষক আজিজুর (৪৫) তাকে ফিরিয়ে দিতে টাকা চাঁদা দাবি করে। তিনি ০১৭৭০-৭৩৬০৫৫ মোবাইল নম্বর থেকে তাকে ফিরিয়ে দিতে মু্ক্তিপণ দাবি করেন। এ জন্য কিছু টাকা মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে তাকে দেওয়া হয়। কিন্ত এখনো রুম্মানের কোন হদিস মেলেনি। সংবাদ সম্মেলনে রুম্মানের পিতা অভি ইসলামও উপস্থিত ছিলেন। এরা বর্তমানে যশোর শহরে মৃত বাবু মিস্ত্রীর বাড়ির পরশে সখিনার বাড়ির ভাড়াটিয়া। তাদের স্থায়ী ঠিকানা মাগুরা জেলার শালিখা থানার সীমাখালী বাজার রাজনীতির মোড় এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here