কালিয়ায় অবৈধ ভাবে বালু উত্তোলন

0
250
কালিয়া, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য রহিম শেখ অবৈধ ভাবে ঘাতক ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার  পহরডাঙ্গা গ্রাম সংলগ্ন মধুমতি নদীতে ড্রেজার বসিয়ে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আমিনুল ইসলাম (হেলাল) ইটের ভাটায় বালু তুলছেন।  জানা যায়,  অভিযুক্ত রহিম মেম্বার ওই ঘাতক ড্রেজারের মালিক এবং প্রশাসনকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় গিয়ে বালু উত্তোলন করে থাকেন। একজন জনপ্রতিনিধির এহেন কর্মকাণ্ডে সচেতন মহলে বিরাজ করছে চাপা ক্ষোভ।
এ বিষয়ে অভিযুক্ত রহিম মেম্বারের সাথে কথা হলে বলেন, অনেক আগে থেকেই তিনি ড্রেজারের ব্যবসা করে আসছেন। মধুমতি নদী থেকে বালু উত্তোলনের বিষয়ে তিনি ও হেলাল মেম্বার ১ দিনের জন্য গোপনে বালু উত্তোলন করবেন বলে ম্যাডামকে বলেছেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা বলেন, এ বিষয়ে ওই মেম্বারকে ইউএনও অফিসে  হাজির করানোর জন্য ওসি নড়াগাতীকে নির্দেশ দিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here