গাজী আব্দুল কুদ্দুস , ডুমুরিয়া (খুলনা) : খুলনা-সাতক্ষীরা সড়কে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া মোড়ে রাস্তার বাঁক সোজা করার লক্ষ্যে সম্প্রতি সওজ’র জমিতে নতুন ৪ তলা ভবন ভেঙ্গে ফেলা হলেও সম্প্রসারিত রাস্তার মধ্যে পল্লী বিদ্যুতের ৫টি পিলার না সরিয়েই নতুন রাস্তায় পিচ ঢালা হচ্ছে। যা দেখে জনতা হতবাক হয়েছে !
খুলনা সড়ক ও জনপথ বিভাগ , খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক মন্ত্রী তথা ডুমুরিয়া-ফুলতলা থেকে নির্বাচিত সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ’র বিশেষ প্রচেষ্টায় খুলনা সড়ক ও জনপথ বিভাগ থেকে খুলনা-সাতক্ষীরা সড়কে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া মোড় , বালিয়াখালি ব্রীজ মোড় , কাঁঠালতলা মোড়-সহ বেশ কয়েকটি স্থানে বিপদজনক বাঁক সোজা করার জন্য ঠিকাদারের মাধ্যমে গত কয়েক মাস ধরে নতুন করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে গুটুদিয়ার বাঁকেই সওজ’র জমিতে নতুন ৪ তলা ভবন থাকায় অনেকদিন ধরে কাজ বন্ধ থাকে। তবে অনেক আইনি জটিলতা শেষে গত সেপ্টেম্বর মাসে সেই নতুন ভবনটি বুলড্রোজার দিয়ে ভেঙ্গে দেওয়ার পর থেকে নতুন সড়কের নির্মান কাজ দ্রুত গতিতে চলছে। কিন্তু ওই নতুন সড়কের মাঝ-বরাবরে থাকা পল্লী বিদ্যুতের ৫টি খুঁটি আজও অপসারণ না করায় জনমনে বিষ্ময় সৃষ্টি হয়েছে।
গতকাল সোমবার সকালে গুটুদিয়া মোড়ে রাস্তার মাঝে ওই পিলারে ছবি তুলতে গেলে এলাকার শেখ আমজাদ হোসেন বলেন, কি বিষ্ময়কর ব্যাপার , যে বাঁকা রাস্তা সোজা করার জন্য কোটি টাকা দামের বিল্ডিং ভাঙ্গা হলো , সেই রাস্তার মাঝখানেই যদি বিদ্যুতের পিলার থাকে তা হলে , এই রাস্তা দিয়ে মানুষের কোন কাজে আসবে ? খর্ণিয়া এলাকার শেখ রফিকুল ইসলাম বলেন , আমাদের বালিয়াখালি ব্রিজ মোড়ের দুই পাশে নতুন রাস্তা তৈরির জন্য পল্লী বিদ্যুতের ২২টি খুটি সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ গুটুদিয়া মোড়ে মাত্র ৫টি খুটি এখনও না সরিয়ে রাস্তা তৈরির কোনো মানে হয় ?
এ প্রসঙ্গে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান বলেন , এই বিষয়টি নিয়ে আমি দ্রুত সড়ক ও জনপথ এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ জিল্লুর রহমান বলেন , ওই ভাঙ্গা ঝুকিপূর্ণ ভবনটি এখনও যেভাবে আছে, সেখানে আমরা হাই-ভোল্টেজ লাইন স্থাপন করতে চাইলেও বিদ্যুতের খুটি প্রায় ১০ ফুট রাস্তার ভেতরেই পড়তে পারে। তবে সওজ বিভাগের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। সওজ খুলনা’র উপ-সহকারী প্রকৌশলী আজিম কাওছার বলেন , ওই ভাঙ্গা বিল্ডিংটির ঝুকিপূর্ণ অবস্থানের কারণে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি বিকল্প ব্যবস্থায় লাইন সরানোর উদ্যোগ নিচ্ছে। আশা করছি , দ্রুত ওই পিলার সরানো হবে।















