চৌগাছা সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ যুবক আটক

0
227
যশোর অফিস : যশোর চৌগাছা উপজেলার লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে ৬টি স্বর্ণের বারসহ নাঈম নামে এক যুবককে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবির হাতে আটক নাঈম (১৮) মানিকগঞ্জ শহরের বাসিন্দা।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একজন চোরাকারবারী চৌগাছা সীমান্তের কপোতাক্ষ নদ ব্যবহার করে স্বর্ণ নিয়ে ভারতে যাবে। এরপর বিজিবির একটি টহলদল জরুরিভাবে কপোতাক্ষ নদের তীরে অবস্থান নেয়। দুপুর দেড়টার দিকে নাঈম নামে এক ব্যক্তি ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখে আটক এবং তল্লাশী চালানো হয়। তল্লাশীর এক পর্যায়ে তার প্যান্টের কোমড়ের ভিতরে সেলাই করা অবস্থায় ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য ৭০ লাখ টাকা।
তিনি আরো জানান, মামলা দিয়ে আসামিকে চৌগাছা থানায় এবং স্বর্ণ ট্রেজারিতে জমা করার কার্যক্রম চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here