যশোরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

0
178
যশোর অফিস : যশোরে বোনের বাড়ি যাওয়ার সময় নিজের ট্রলির নিচে পড়ে এক নিহত হয়েছে। নিহত ব্যক্তি মাগুরা শালিখার মশাখালি গ্রামের শকুর আলী লস্করের ছেলে আসাদ লস্কর (৪৫)। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে যশোর সদরের বারী নগর সাতমালই বাজারে।
নিহত আসাদের দুলাভাই কামরুজ্জামান সাংবাদিকদের জানান,আসাদ মাগুরা শালিখার মশাখালি গ্রাম থেকে যশোর সদরের হৈবতপুর শাহাবাজপুর বেনের বাড়ি আসছিলেন পাটকাঠি বোঝায় ট্রলি নিয়ে। প্রতিমধ্যে সাত মাইল বাজার পৌছালে ট্রলিটি উল্টে যায়। এসময় ট্রলির নিচে চাপা পড়ে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান তার মৃত্যু নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here