ঢাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

0
195

স্টাফ রিপোর্টার : ঢাকায় বিএনপি জামায়াতের সমাবেশে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসুর নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে অর্ধশতাধিক সংবাদকর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর এমন বর্বরোচিত হামলা কোনভাবেই কাম্য নয়। সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাংবাদিক নেতারা। মানববন্ধনে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুন অর রশিদ, জেইউজে সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ওয়াহাবুজ্জামান ঝন্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here