অভায়নগরে জিয়া বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত

0
162
যশোর অফিস : যশোরের অভয়নগর উপজেলায় বোমার আঘাতে জিয়া বাহিনীর প্রধান জিয়া ফকির নিহত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের রানাগাতী গ্রামের এক চায়ের দোকানে এ ঘটনা ঘটে।নিহত জিয়া ফকির (৪০) রানাগাতী গ্রামের ওহাব ফকিরের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে জিয়া ফকির রানাগাতী গ্রামের উত্তরপাড়া মসজিদ মাদ্রাসা বটতলা নামে একটি স্থানের চায়ের দোকানে বসেছিলেন। রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ককটেল বোমা নিক্ষেপ করে। একটি বোমা তার শরীরে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই জিয়া ফকির মারা যান।
স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত জিয়া ফকির তার বাহিনী দিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে নানা রকম সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতেন। তার নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। জিয়া ফকির দীর্ঘদিন ঢাকায় পালিয়ে ছিলেন। মাস তিনেক আগে তিনি এলাকায় ফিরেছেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করেছি। কে বা কারা তাকে লক্ষ্য করে একটি ককটেল মারে। ককটেলটি তার পেটে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি বলেন, কারা কেন এই বোমা হামলা চালিয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here