যশোর অফিস : অবেলায় চলে গেলেন যশোর পুলিশ সুপারের সহধর্মিণী, পুনাক যশোরের সভানেত্রী ও এনএসআই’র অতিরিক্ত পরিচালক বিপ্লবী রাণী জোয়ারদার । মরণব্যাধী ক্যান্সারের সাথে দীর্ঘদিন ধরে যুদ্ধ করে রোববার রাত ১টার পর তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। যশোরের মণিরামপুর উপজেলার মেয়ে বিপ্লবী রাণীর মৃত্যুতে শুধু পুলিশ সদস্যদের মাঝেই শুধু নয়, সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে এবং সাড়ে ৯ টায় সেগুনবাগিচায় জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ে তার মরদেহে শ্রদ্ধা জানানো হয়। পরে সোমবার রাতে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বিলহাগনি গ্রামে তার শ্বশুরবাড়িতে শেষ কৃত্যর জন্য নিয়ে যাওয়া হয়।
তার শরীরে হঠাৎ ক্যান্সার ধরা পরে। ভারতের মুম্বাইয়ে ও সিঙ্গাপুরে নিয়ে তার চিকিৎসা করানো হয়। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে বড় অবেলায় না ফেরার দেশে পারি জমান।
বিপ্লবী রাণী জোয়ারদারের মৃত্যুতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা-কর্মচারী ও পরিবার-পরিজন ও যশোর জেলা পুলিশ এবং পুনাক যশোরের পক্ষথেকে গভীর শোক প্রকাশ করা হয়ে। যশোর পুলিশিং কমিউনিটি ফোরামের পক্ষ থেকে সদস্য সচিব ও আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এছাড়া জেলা পূজা উৎযাপন পরিষদের পক্ষথেকে শোক প্রকাশ করেছে। একই সাথে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন সবাই।
এদিকে শ্রীমতি বিপ্লবী রানী’র শেষকৃত্য অনুষ্ঠানে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বীর পাগলী গ্রামের বাড়িতে নেত্রকোনার জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার অন্যান্য পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান সহএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আত্মীয়-স্বজনসহ অনেকেই উপস্থিত ছিলেন।















