স্টাফ রিপোর্টার, যশোর: “আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ” এই স্লোগানে যশোরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১২টায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে যশোর সরকারি মহিলা কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোর আইএফআইসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক কাজী মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস। সেমিনারে যশোর সরকারি মহিলা কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সমাজ উন্নয়নের পেছনে নারীর ভূমিকা অপরিসীম। নারী-পুরুষের সমন্বয়ে আর্থিক সঞ্চয় হয়। আর্থিক সঞ্চয় হলেই পরিবার ও সমাজ উন্নতি হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের আর্থিকভাবে সঞ্চয় করার উদ্বুদ্ধ করা হয়।
অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের উদ্ধৃতি টেনে বক্তরা বলেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টির চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংকের যশোর সহযোগী
কর্মকর্তা আজিজুর রহমান, রেজওয়ানা হক, মনিরুল ইসলাম।















