মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার গোকুলখালী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সপ্তম শ্রেণীর স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর পৌনে ৩ টার দিকে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের জামাত আলীর ছেলে গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সিয়াম(১৩)স্কুল ছুটির পর বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল।এসময় গোকুলখালী ব্রীজের নিকট পৌছালে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামি দ্রুত গতির একটি অ্যাম্বুলেন্স সিয়ামকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে দেয়া হয়েছে। হাপানিয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।















