মোংলা প্রতিনিধি : মোংলা- খুলনা মহা সড়কের রনসেন এলাকায় প্রাইভেটকার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মুত্যু। এ সময় দুমড়ে- মুচড়ে যায় মোটর সাইকেলটি। শুক্রুবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটার সময় মহাসড়কের রনসেন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
বাগেরহাটের রামপাল থানা সুত্রে জানা যায়, চট্রোঃ মেট্রো- খ- ১১- ২০৫৫ প্রাইভেট কারটি দ্রুতগতিতে খুলনা হতে মোংলা যাচ্ছিল। মহাসড়কের রনসেন মোড় মাছের ডিপোর সামনে পৌঁছামাত্র বিপরীত দিক হতে আসা নম্বর বিহীন প্লাটিনা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।মোটর সাইকেলের আরেক আরোহী গুরুতর আহতহন।
গুরুতর আহত ওই মোটরসাইকেলের আরোহীকে স্থানীয়রা দ্রুত রামপাল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করেন। মৃত্যু হওয়া ব্যাক্তি নাম মোঃ হারুন-অর- রশীদ(২৭)। তিনি রাজশাহীর বাঘমারা এলাকার মজিবর রহমানের ছেলে। তবে মোটর সাইকেলের চালকের পরিচয় পাওয়া যায়নি। দূর্ঘটনার পর প্রাইভেট কারের চালক পালিয়ে যান। এ রিপোট লেখা পর্যন্ত রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।















