মনিরামপুর(যশোর)প্রতিনিধি : বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোরের মনিরামপুর পৌরসভার নব-নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি এর উদ্বোধন করেন। পরে পৌরসভা চত্বরে মনিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সচিব কামাল হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার সিইও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, আওয়ামীলীগ নেতা এ্যাড.বশির খান , কাউন্সিলর কামরুজ্জামান , কাউন্সিলর বাবুলাল চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রায় ৪কোটি ২৫লাখ টাকা ব্যয়ে অত্যাধুনিক তিনতলা ভবনটি নির্মাণ করা হয়। উল্লেখ্য, নাগরিক সেবার উদ্দেশ্য নিয়ে ১৯৯৭সালে ১০নভেম্বর মনিরামপুর উপজেলা সদরের ১২টি গ্রাম নিয়ে মনিরামপুর পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। পৌরসভাটি ২০০৬ সালের ৩১ জুলাই দ্বিতীয় শ্রেণিতে ও ২০১৯ সালের ৪ মে প্রথম শ্রেণিতে উন্নীত হয়।















