যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ বলেছেন, মানুষ মেরে কাউকে আর রাজনীতি করতে দেয়া হবে না। নাশকতাকারী, আগুন সন্ত্রাসদের চিরতরে উৎখাত করা হবে। শান্তি ও সম্প্রীতি ধরে রাখতে আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। সেইজন্য পাড়া মহল্লা, গ্রাম গঞ্জে, ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে। নৌকা মার্কা বিজয়ী না হওয়া পর্যন্ত ঘরে ফেরা যাবে না।
রবিবার (১২ নভেম্বর) যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বড় ভেকুটিয়া বাজারে হরতাল-অবরোধের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, যুবমহিলা লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশের আয়োজন করেন।
এ সময় কাজী নাবিল আহমেদের পিতা কাজী শাহেদ আহমেদ স্মরণে মীর ফিরোজের আয়োজনে দুঃস্থদের মাঝে আটা বিতরণ করা হয়।এর আগে কাজী নাবিল আহমেদ মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয়ে তৃতীয়তলা একাডেমিক ভবনের সম্প্রসারণ ও মীর আরশাদ রহমান মঞ্চের উদ্বোধন করেন। এ সময় প্রধান শিক্ষক আব্দুল মাজেদ, সভাপতি মীর ফিরোজসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও কাজী নাবিল আহমেদ ভেকুটিয়া মিস্ত্রিপাড়ায় সার্বজনীন কালি মন্দিরের উদ্বোধন করেন। মন্দির কমিটির সভাপতি উজ্জ্বল কুমার খার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার সরকার।















