মাহমুদ হাসান রনি,দামুড়হুদা( চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গার গড়গড়ি গ্রামের কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।
বুধবার সকালে উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের আতিয়ার রহমানের ছেলে আফনান লিয়ন( ১৯)কে ডাকাডাকি করে কোন শব্দ না পেলে পরে ঘরের দরজা ভেঙ্গে নিজ ঘরের মধ্যে সিলিং ফ্যনের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। মঙ্গলবার বিকেলে লিয়নের মা মদিনা খাতুন মেহেরপুর এক আত্মীয়ের লাশ দেখতে যান। রাতে তিনি সেখানেই ছিলেন।রাতে লিয়ন তার দাদির সাথে রাতের খাবার খেয়ে ঘুমানোর জন্য নিজ ঘরে চলে যান।বুধবার সকালে ঘুম থেকে না উঠায় ডাকাডাকি করেন পরিবারের সদস্যরা। কিন্তু তার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন জানালা দিয়ে উঁকি মেরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এসময় পরিবারের লোকজন চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে দরজা ভেঙে ফেলে ও থানায় সংবাদ দেয়।পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।লিয়ন উপজেলার হারদি মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছিলো।আলমডাঙ্গা থানার এসআই দেবাশিষ জানান, সম্ভবত প্রেমঘটিত কারণে শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এদিকে মঙ্গলবার রাতে ফেসবুকে তার নিজ ছবিসহ ‘it’s end’ এই পোস্ট করেন। এরই কারণে কাছের আত্মীয় ও বন্ধুদের ধারণা- প্রেমের সম্পর্কের কারণে আত্মহত্যা করেছেন লিয়ন।















