শৈলকুপা প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে কয়েকদিন ধরে বসবাস করেছেন কয়েকজন বহিরাগত। উপজেলার কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। তাঁদেরকে শ্রেণীকক্ষে রেখেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাহিদুজ্জামান (হিরক)। শ্রেণীকক্ষটি পরিত্যক্ত বলে দাবি তার।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির শ্রেণীকক্ষে ১০-১৫ জন বহিরাগত রয়েছেন। তারা শ্রেণীকক্ষে সিগারেট সহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য সেবন করছেন।
তথ্য নিয়ে জানা যায়, বহিরাগতরা গত ১২ নভেম্বর থেকে বিদ্যালয়ে অবস্থান নিয়েছেন। তারা দেশের বিভিন্ন স্থানে দিনমজুর হিসাবে কাজ করেন। এখানে স্কুল পরিচালনা কমিটির এক সদস্যের বাড়িতে শীতকালীন সবজি ফুলকপি তোলার কাজে এসেছেন তারা। পরে বিষয়টি জানাজানি হলে ১৫ নভেম্বর রাতে তাদের বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নৈশ প্রহরী নিজাম উদ্দীন বলেন, প্রধান শিক্ষকের মৌখিক অনুমতিতে ফুলকপি ব্যাপারির লোকজন গত ২ দিন এখানে আছেন। কালকে তারা চলে যাবে। যেখানে থাকছেন সেটা পরিত্যক্ত কক্ষ ওখানে ক্লাস হয়না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুজ্জামান (হিরক) বলেন , ম্যানিজিং কমিটির একজনের অনুরোধে তাদের থাকার জায়গা নেই বলায় বিদ্যালয়ের পরিত্যক্ত রুমে একদিন থাকার অনুমতি দিয়েছিলাম। আসলে তারা কয়দিন ছিল এবং তারা ফুলকপির ব্যাপারির লোক কিনা সেটা আমি জানিনা।
এ বিষয়ে ভারপ্রাপ্ত থানা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আলী বলেন, স্কুলে ছেলে মেয়েরা আছে এটা কেমন বিষয়। যত দ্রুত সম্ভব বিষয়টি আমি দেখছি।















