অভয়নগরে আগুনে পুড়িয়ে নিষিদ্ধ মাছ ধরার জাল ধ্বংস

0
181
অভয়নগর (যশোর) প্রতিনিধ : যশোরের অভয়নগর উপজেলায় খাল পরিদর্শনের সময় পাঁচটি নিষিদ্ধ ম্যাজিক, চয়ানা ও হাজার দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার পায়রা ইউনিয়নের গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন খালে অভিযান পরিচালনা করা হয়। পরে নিষিদ্ধ এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এদিন অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান,  কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, পুলিশ ও আনসার বাহিনী সদস্যগন উপস্থিত ছিলেন।
স্থানীয় জনগনকে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিত করে সতর্ক করে জনসম্মুখে  জাল গুলো বিনষ্ট করেন। এই নিষিদ্ধ জাল ব্যবহার করার মাধ্যমে সকল ধরনের মাছের পোনাসহ প্রাকৃতিক জলাধারের সকল প্রাণ বিনাশ হয়ে যাচ্ছে, যার কারনে এই অভিযান পরিচালনা করা। নিষিদ্ধ এই জাল ব্যবহার বন্ধ করে
প্রাকৃতিক উৎসের মাছ বিনাশ প্রতিরোধ করি।ভবিষ্যত প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণ করি। এছাড়াও সোমবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার সুন্দলী ইউনিয়নের বিভিন্ন খাল পরিদর্শনকালে বিভিন্ন ধরনের কারেন্ট ও চায়না জাল ও নেটপাটা অপসারণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here