কেশবপুরে আওয়ামীলীগের অফিস গুড়িয়ে দিল দখলবাজ জুয়েল

0
207

আক্তার হোসেন, স্টাফ রিপোর্টার : যশোরের কেশবপুরে দখলবাজ জুয়েলের বিরুদ্ধে স্থানীয় একটি আওয়ামীলীগের দলীয় অফিস গুড়িয়ে দিয়ে সেখানে জোর করে কপিসপের দোকান তৈরি করার অভিযোগ পাওয়া গেছে। এ্যসিলান্ডের হস্তক্ষেপে নির্মান কাজ বন্ধ হলেও স্থানীয় আওয়ামীলীগের মধ্যে বইছে নিন্দার ঝড়।রবিবার সরেজমিনে গিয়ে জানা গেছে, কেশবপুর উপজেলার সীমান্তবর্তি সরসকাটি ব্রীজের প্রবেশমুখে স্থানীয় দলীয় নেতা-কর্মীরা বিগত ২০১৬ সালে আওয়ামীলীগের দলীয় কার্য্যালয় প্রতিষ্ঠা করে দলের সকল কর্মকান্ড পরিচালনা করে আসছিল।স্থনীয় বাজার কমিটির সেক্রেটারী সাবেক ছাত্রলীগের নেতা জামালের যোগসাজসে গত এক মাস আগে দখলবাজ বরনডালী গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে জুয়েল রাতের আধারে স্থানীয় ঐ আওয়ামীলীগের দলীয় অফিসটি গুড়িয়ে দেয়।স্থানীয় আওয়ামীলীগকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ২২ নভেম্বর জুয়েল সেখানে নিজে একটি কপিসপের দোকান ঘর নির্মানের কাজ শুরু করে।স্থানীয় আওয়ামীলীগ উপায়ন্তর না পেয়ে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) তানভির হোসেনকে অবহিত করলে তিনি সঙ্গিয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনা অপসারন করে সেখানে একটি নোটিশ বোর্ড টাঙ্গিয়ে দেয়।২৪ নভেম্বর-২৩ রবিবার প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নোটিশ বোর্ড সরিয়ে পুনরায় ঐ স্থানে কপিসপের দোকানের কাজ শুরু করলে প্রথমে স্থানীয় আওয়ামীলীগ তাকে বাঁধা দিলে সে বাঁধা উপেক্ষা করে নির্মান কাজ শুরু করে। পরে ঐ দিন এ্যাসিলান্ডের নির্দেশে স্থানীয় ভুমি কর্মকতা নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। সরসকাটি বাজার কমিটির সভাপতি সিরাজুল ইসলাম,৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাষ্টার মনিরুজ্জামানসহ একাধিক আওয়ামীলীগের নেতা-কর্মীরা জানান,দলীয় অফিস ভেঙ্গে দখলবাজ জুয়েল বঙ্গবন্ধুর আদর্শকে কলষিত করেছে,তার কোন ক্ষমা নেই,আমরা তার বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। এব্যাপারে সরসকাটি বাজার কমিটির সেক্রেটারী জামাল হোসেন বলেন, জুয়েল আমাকে বলেছিল জরাজীর্ন দলীয় অফিস ভেঙ্গে নতুন সাজে থেরি করব।অভিযুক্ত জুয়েল আওয়ামলীগের দলীয় অফিস গুড়িয়ে দেওয়ার কথা শিকার করে বলেন,আমি আবার দলীয় অফিস তৈরি করে দিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here