মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫হাজার টাকা জরিমানা

0
175

এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টার: মণিরামপুরে বিনা লাইসেন্সে মৎস্য খাদ্য ও পশু খাদ্য বিক্রি করায়, এবং খোলা বাজারে পেট্রোল বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ নভেম্বর) সকালে উপজেলার গোপালপুর বাজার ও কোনাকোলা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী হাসান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, কোনাকোলা বাজারের ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক ফারুক হুসাইন দীর্ঘদিন ধরে বিনা লাইসেন্সে মৎস্য খাদ্য ও পশু খাদ্য বিক্রয় করছিলো। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত ঘটনার সত্যতা পাওয়ায় ঐ ব্যবসায়ীকে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ অনুযায়ী ৪ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও গোপালপুর বাজারে অনুমতি ছাড়া পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রির অপরোধে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ইকবাল হোসেনকে ৫শত টাকা ও আব্দুল গাফ্ফার কে ৫শত টাকা করে ২জন কে ১হাজার টাকা জরিমানা করেন।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা ও নেহালপুর পুলিশ ফাঁড়ির একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, মৎস্য খাদ্য ও পশু খাদ্য বিক্রি করতে লাইসেন্স প্রয়োজন হয়। কিন্তু ভাই ভাইএন্টারপ্রাইজ সরকারি নিয়ম না মেনে লাইসেন্স ছাড়া মৎস্য খাদ্য ও পশু খাদ্য বিক্রি করছিলো। তাই তাকে মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ অনুযায়ী ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জ্বালানি তেল বিক্রি করতে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদফতর, বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও জেলা প্রশাসনের অনুমতির তোয়াক্কা না করেই ঝুকিপূর্ণভাবে এসব তেল বিক্রি করায় পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ধারা অনুযায়ী ২জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নাশকতা ও দুর্ঘটনার শঙ্কায় অনুমতি ছাড়া খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here