শিশুর প্রতি যৌন শোষণ রোধে করণীয় নির্ধারণ ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে- যশোরে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত

0
189

সংবাদ বিজ্ঞপ্তি : আজ (৫ ডিসেম্বর ২০২৩) সকাল ১১টায় যশোরের জয়তী সম্মেলন কক্ষে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর আয়োজনে ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গার্ল নেদারল্যান্ডস’র সহযোগিতায় ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশ (স্টেপিং আপ দ্য ফাইট অ্যাগেইনস্ট চাইল্ড সেক্সুয়াল অ্যাক্সপ্লয়টেশন) প্রকল্পের আওতায় শিশুদের যৌন শোষণের মাত্রা, পরিধি এবং প্রেক্ষাপটের উপর আলোকপাত করে এবং বাংলাদেশে শিশুদের যৌন শোষণ দূর করার জন্য করণীয় নির্ধারণের ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ‘‘গণমাধ্যম সংলাপ’’ অনুষ্ঠিত হয়।প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন স্বাগত বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দৌল্লা। তিনি বলেন, বাংলাদেশ সরকার শিশুর জন্য একটি মানবিক পরিবেশ তৈরীতে বদ্ধ পরিকর এটি আমরা জানি। তারপরও এই চিত্রের পরিস্থিতি এখনও চলমান। তারপরও আমরা শিশুর উপর সহিংসতা ও যৌন শোষণের চিত্র অনেক সময় দেখতে পাই। শিশুদের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরীতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। গণমাধ্যম এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তাই সকলকে শিশুর উপর যৌন শোষণ রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
আমন্ত্রিত অতিথি প্রেসক্লাব যশোর যুগ্ন সম্পাদক সারোয়ার হোসেন। এসময় উন্মুক্ত আলোচনা পর্বে অংশ নেন, সাংবাদিক ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, তৌহিদ জামান, এইচআর তুহিন, জুয়েল মৃধা, মনিরুল ইসলাম, ইন্দ্রজিৎ রায়, তামান্না ফারজানা চৌধুরী প্রমূখ। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য নিশ্চিত করতে সকল শিশুর জন্য নিরাপদ আবাস গড়ে তোলার জন্য সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ এবং গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তারা আরো বলেন, শিশুর উপর যৌন শোষণ প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা, কেন শিশুর উপর যৌন নির্যাতন বাড়ছে তা নিয়ে গবেষণা করা, অনলাইন অপব্যববাহার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শিশুবিবাহ বন্ধে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা আরো বলেন, বাংলাদেশের উচিত একটি শক্তিশালী এবং স্থায়ী ব্যবস্থা স্থাপন করা যাতে শিশু এবং বেঁচে থাকা ব্যক্তিরা শিশুদের যৌন শোষণ সম্পর্কিত কার্যকলাপের নীতি প্রণয়নে এবং মূল্যায়নে অংশগ্রহণ করতে পারে।প্রকল্প সমন্বয়কারী আহসান উল্লাহ সরকার অংশগ্রহণকারীদের সামনে প্রকল্পের লক্ষ্য এবং কর্মসূচীর কাঙ্খিত প্রত্যাশা তুলে ধরেন। গণমাধ্যম সংলাপে বাংলাদেশের শিশুদের যৌন শোষণের মাত্রা, পরিধি এবং প্রেক্ষাপটের উপর আলোকপাত করে এবং বাংলাদেশে শিশুদের যৌন শোষণ দূর করার জন্য করণীয়সহ সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের উপস্থিত অংশগ্রহণকারীদের অভিমত তুলে ধরার অনুরোধ করেন। পাশাপাশি এসিডি পক্ষ থেকে জানানো হয়, শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধের লক্ষ্যে সরকারী কর্মকর্তা, অভিভাবক, ধর্মীয় নেতা, বিবাহ নিবন্ধক, আইন প্রয়োগকারী সংস্থা, শিশু কল্যাণ বোর্ড, শিশু, আইনজীবী, সাংবাদিক, ভিকটিম সহায়তা কেন্দ্র, শিক্ষক সমিতির প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধির সাথেও অনুরূপ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here