রাস্তার পাশে পড়ে ছিল কলেজ ছাত্রের লাশ

0
217
মাবিয়া রহমান,মনিরামপুর (যশোর)প্রতিনিধি : যশোরের মনিরামপুরে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১০টার দিকে মনিরামপুর- কালিবাড়ি সড়কের সাতনল জোড়াপোল নামক স্থান থেকে মনিরামপুর থানা পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেয়। এরআগে সকাল সাড়ে সাতটার দিকে পথচারীরা লাশ রাস্তার পাশে খালপাড়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
জাহাঙ্গীর আলম উপজেলার পাড়িয়ালী গ্রামের সাবেক ইউপি সদস্য নুরুল হক দফাদারের ছেলে। তিনি সদ্য ঢাকা কলেজ থেকে গণিত বিষয়ে স্নাতক (সম্মান) শেষ করেছেন। সেখানে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই জাহিদুল ইসলাম বলেন, লেখাপড়ার পাশাপাশি একটি কোম্পানিতে চাকরি করতেন জাহাঙ্গীর। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে পরিবহণযোগে বাড়ি ফিরছিলেন তিনি। রাতেই বাড়িতে মোবাইল করে স্বজনদের জানিয়েছেন ভোরে মনিরামপুর বাজার থেকে তাঁকে নিয়ে যাওয়ার জন্য। এজন্য রাত চারটার দিকে বাড়ি থেকে লোক এসে মনিরামপুর বাজারে তাঁর অপেক্ষায় থাকেন। কিন্তু সকাল পর্যন্ত জাহাঙ্গীরের দেখা পানতি তাঁরা। পরে সকাল আটটার দিকে সাতনল জোড়া ব্রিজের পাশে জাহাঙ্গীরের লাশ পড়ে থাকার খবর পেয়েছি আমরা।
জাহিদুল ইসলাম বলেন, এলাকায় জাহাঙ্গীরের কোন শত্রু ছিল না। তিনি ঢাকায় ছাত্রলীগের রাজনীতি করতেন।
স্থানীয় ইমরান নামে এক যুবক বলেন, জাহাঙ্গীর আলম আমাদের সিনিয়র বড়ভাই। প্রায় তাঁর সাথে কথা হতো। অনার্স শেষে সরকারি চাকরির জন্য অনেক দপ্তরে চেষ্টা করে ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত ছিলেন তিনি। এরমধ্যে বিয়ে করেছেন তিনি। স্ত্রী ও এক ছেলে থাকায় ভাল চাকরি না পেয়ে ভেঙে পড়েছিলেন জাহাঙ্গীর ভাই।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে লাশের প্রাথমিক তদন্ত করে দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সকালে লোকজন জাহাঙ্গীর আলমকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছেন, এমনটি জানতে পেরেছি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here