রাজগঞ্জে “স” মিলের করাতে হাত কেটে গেল মিস্ত্রীর

0
178
আনিছুর রহমান:- রবিঞবার সন্ধায় মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার নেংগুড়াহাটের আমতলা মোড় সংলগ্ন নওশের আলীর “স” মিলে কাঠ কাটার সময় অসাবধানতা বসত: করাতে বাম হাতের কব্জি কেটে গেল মিস্ত্রী আলী হামজার। এ সময় গূরুতর জখম মিস্ত্রী আলী হামজাকে উদ্ধার করে দ্রুত যশোর আড়াইশ বেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে রুগীর অবস্থা ভাল না থাকায় ডাক্তার ঢাকা পঙ্গু হাসপালে রেফার্ড করেন। ১০ ডিসেম্বর রাতেই তাকে ঢাকায় নেওয়া হয়েছে। বর্তমান রুগীর অবস্থা স্বাভাবিক রয়েছে। মিস্ত্রী  আলী হামজা উপজেলার ত্রিপুরাপুর গ্রামের আরিদুল্লাহ খাঁ ছেলে। এ বিষয়ে মিল মালিক নওশের আলী বলেন, মিস্ত্রীর হাত কেটে যাওয়ায় তাৎক্ষনিক চিকিৎসার জন‍্য হাসপাতালে নিয়ে গিয়েছি। এখন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ না হওয়া পর্যন্ত আমি সকল দায়িত্ব পালন করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here