কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিচারণমূলক আলোচনা সভা

0
162

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহিদদের স্মরণে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, কেশবপুর থানার ওসি জহিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান ও কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান। এদিন সন্ধ্যায় দিবসটি উপলক্ষে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ‘যুদ্ধভাসান’ প্রাঙ্গণে ও মঙ্গলকোট ব্রীজ সংলগ্ন ‘যুদ্ধজয়’ বধ্যভূমিতে শহিদদের স্মরণে দীপশিখা প্রজ্জ্বলন করা হয়।
এর আগে সকালে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে শিশুদের মুক্তিযুদ্ধভিক্তিক চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায় প্রমুখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here