লাঙ্গলকে বিজয়ী করতে বাসুয়াড়িতে বর্ধিত সভা

0
158
নিজস্ব প্রতিবেদক: যশোর-৪ সংসদীয় আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী অ্যাড. জহুরুল হক জহিরকে বিজয়ী করার লক্ষে বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নে আলোচনা ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জাতীয় পার্টি এ সভার আয়োজন করে। গতকাল বিকেলে ষাইটখালী  সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন জাপার সভাপতি হাফিজুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাপার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তরফদার। সভায় ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী অ্যাড. জহুরুল হক জহিরকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here