মহেশপুরে নৌকা প্রতীক প্রার্থীর দিনব্যাপী গনসংযোগ

0
138

মহেশপুর(ঝিনাইদহ)অফিস,ঝিনাইদহের মহেশপুরে নৌকা প্রতীকে ভোট চেয়ে দিনব্যাপী গনসংযোগ করেছে আওয়ামীলীগ সমর্থীত নৌকা প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব) সালাহ উদ্দীন মিয়াজী।
সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে দিনব্যাপি গনসংযোগ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওশের আলী মল্লিক, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমান,বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা এস আর সোহেল মেম্বার, বাশবাড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মিল্টন হোসেন, সাধারন সম্পাদক সবুজ হোসেনসহ সকল আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বাশবাড়িয়া ইউনিয়নের প্রতিটা গ্রাম মহল্লা ও পাড়ায় পাড়ায় ব্যাপক গনসংযোগ করেন। এসময় বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত লুৎফর মল্লিকের কবর জিয়ারত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here