কালীগঞ্জে মোচিক মাড়াই মৌসুমের উদ্বোধন

0
166
স্টাফ রিপোর্টার ,কালীগঞ্জ (ঝিনাইদহ) : দক্ষিণ বঙ্গের ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিলে ৫৭ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে মোচিক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি বিএসএফআইসি’র প্রধান প্রকৌশলী শহিদুল করিম কেইন কেরিয়ার টলিতে আখ নিক্ষেপ করে শুভ উদ্বোধন ঘোষণা  করেন। উদ্ভোধনী অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, মোচিক চাষী কল্যান সমিতির সাধারন সম্পাদক মাসুদুর রহমান মন্টু সহ মিলের কর্মকর্তা কর্মচারী, আখচাষি, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও অন্যান্য নেতৃবৃন্দ। এ সময়ে ২০২২-২৩ অর্থ বছরে সর্বোচ্চ আখ ফলন ও রোপনকারী কৃষক  কামাল হোসেন,ওহাব আলী ও মাসুদ রানাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জানা গেছে, চলতি ২০২৩-২০২৪ আখ মাড়াই মৌসুমে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে চিনি আহরনের হার ৬ শাতাংশ  হারে হলে ৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে মিল কর্তৃপক্ষ।এ রোপন মৌসুমে মিল জোন এলাকার ৬০ হাজার একর জমিতে আখ চাষ করা হয়েছে। এ অর্থবছরে আখের দাম মন প্রতি ২২০ টাকা দাম ধার্য করা হয়েছে এবং আগামী অর্থবছরে মনপ্রতি ২৪০ টাকা নির্ধারন করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে লক্ষ্যমাত্রা পুরণ হবে বলে আশা করছে মিল কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here