মনিরামপুরের ইতিহাসে প্রথম বার অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা সংসদ নির্বাচন করছেন।

0
277

জাহিদ,ভ্রাম্যমান প্রতিনিধিঃ- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা যুদ্ধের পর মনিরামপুরের ইতিহাসে এই প্রথম বার মনিরামপুরের কৃতি সন্তান মেজর (অবঃ) আবু নসর মোহাম্মদ মোস্তফা বনি নির্বাচন করছেন।তিনি তৃনমুল বিএনপি থেকে মনোয়ন পেয়েছেন।স্বাধীনতা যুদ্ধের পর এই উপজেলাতে এখনো পর্যন্ত কোন অবসরপ্রাপ্ত সেনা সদস্য সংসদ নির্বাচনে অংশগ্রহন করে নাই।মনিরামপুরের আপামর জনগন একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে সংসদ নির্বাচনে প্রার্থী পেয়ে তাদের মনে এক ধরনের খুশির আমেজের সৃষ্টি হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন আমাদের দেশের সুশৃঙ্খল বাহিনীর একজন (অবঃ) সেনা কর্মকর্তাকে জনগনের সেবক হতে নির্বাচনে অংশগ্রহন করছে বিধায় আমি এবং আমাদের পরিবার সহ আমরা গর্বিত,আরও বলেন আমরা আশা করি দূর্নীতি মুক্ত মনিরামপুর গড়তে মেজর (অবঃ) মোস্তফা বনির বিকল্প আর কেহ নাই।মেজর (অবঃ) মোস্তফা বনির কাছে নির্বাচন সম্পর্কে জানতে চাইলে বলেন, আমি রাজনীতি নিয়ে কোন ব্যাবসা কিংবা নোংরা রাজনীতি করবো না।আমি রাজনীতি করবো মানুষের কল্যানের রাজনীতি। রাজনীতি আমার কাছে একটা ইবাদত,মানুষের কল্যানের আমানত।সেনা সদস্যরা মিথ্যা কথা বলতে শেখেনি,অঙ্গীকার ভঙ্গ করতে শেখেনি,সততার কাছে কখনো পরাজিত হয়নি,অন্যায়ের সাথে কখনো আপোষ করতে শেখেনি, দূর্নীতির কাছে মাথা নত করেনি।রাজনীতি মানুষের কল্যাণের আমানত,আমি কোন শিল্পপতি নয় কোটিপতি নই আমি একজন সাবেক সেনা কর্মকর্তা আমার অনেকের মতো হয়তোবা টাকা পয়সা নাও  থাকতে পারে, কালো টাকার পাহাড় নাও থাকতে পারে, তবে আমি আমার চাকরি কালীন সময়ে বেতনের টাকা দিয়ে মনিরামপুরের বাইশটি স্কুলে মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করেছি,শীতের সময় গরীব অসহায়দের মাঝে কম্বল দিয়েছি, অনেক এলাকার গরীব  মানুষদের ভ্যান কিনে দিয়েছে,গরীব অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছি, ঋণগ্রস্হদের পাশে দাঁড়িয়েছি যাহা মনিরামপুরবাসী আজও স্মরণ করে এগুলো আমি করেছি শুধুমাত্র আমার বেতনের টাকা দিয়ে। জনগনের উদ্দেশ্যে এই সাবেক সেনা কর্মকর্তা আরও বলেন কিছু টাকার বিনিময়ে আপনার মুল্যবান ভোট যদি বিক্রি করেন এ টাকাতে হয়তোবা আপনার কয়েকদিনের উপকার হবে কিন্তু আপনি যদি টাকার বিনিময়ে কাউকে ভোট দেন তাহলে আপনার বুকের উপরে পা দিয়ে আপনার রিযিকের জন্যে বরাদ্দকৃত সম্পূর্ন টাকায় তার নিজের পকেটে নিয়ে নিবে।সাবেক এই সেনা কর্মকর্তা মনিরামপুর তরুণ ও যুব সংগঠনের উদ্দেশ্যে আরও বলেন আপনারা আগামীতে  এক একজন এমপি হওয়ার স্বপ্ন দেখুন আমরা স্বপ্ন দেখতে পারি আমরা পরিবর্তন আনতে পারি আমরা একদিন সমগ্র বাংলাদেশের কাছে প্রমাণ করে দেবো মনিরামপুরের সেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here