স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে ১২০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে।
আটককৃতরা হল- বেনাপোলপোর্ট থানার ভবেরবেড় গ্রামের বখতিয়ার রহমানের ছেলে মোঃ আশানুর রহমান (২৮) ও মৃত নুর হোসেনের ছেলে মোঃ
নাসির উদ্দীন (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ ডিসেম্বর ) সাড়ে ৪টার
দিকে থানার মোড় সংলগ্ন পারবাজার নামক স্থানের যশোর-বেনাপোল মহাসড়কের উপর বেনাপোল হতে ছেড়ে আসা ঢাকা গামী লিটন ট্রাভেলস
(পরিবহন) থাকা দুই যাত্রীর নিকট হতে ১২০ বোতল ফেনসিডিলসহ আটক করেন। এ বিষয়ে থানায় মামলা নং ২২, তারিখ ২৫/১২/২০২৩ইং।
থানার নবাগত অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, তাদের বিরুদ্ধে রাতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আসামীদ্বয়কে মঙ্গলবার (২৬ ডিসেম্বর ) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।















