মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ জীবননগরের উথলীতে ব্যাডমিন্টান খেলার মাঝে সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলের ষ্টোকে মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার উথলী গ্রামের উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মৃত সাইদুর রহমান ধন্দুর ছেলে দু’সন্তানের পিতা
আরিফুর রহমান জনি(৪০)র মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সে রাতে উথলী বাজারপাড়ায় একটি আমবাগানে বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলছিলেন। খেলার সময় হঠাৎ তিনি স্ট্রোক করে মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় । সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উল্লেখ্য মৃত জনির পিতা এলাকার জনপ্রিয় নেতা ধন্দু কয়েক বছর আগে প্রাইভেট চালিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় উখলী রেলক্রসিং করার সময় মারা যায়।















