সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা-২ আসনে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। গত ১৯ ডিসেম্বর থেকে উপজেলার ধনেশ্বরগাতী, শতখালী, গঙ্গারামপুর, বুনাগাতী, আড়পাড়া, শালিখা, তালখড়ি ইউনিয়নসহ বিভিন্ন পথসভায় ও জনসভায় গণসংযোগ করে চলেছেন, মাগুরা-২ (মহম্মদপুর-শালিখা, মাগুরা সদর ৪ইউনিয়ন) থেকে টানা পঞ্চম বারের মতো নৌকা পাওয়া এ অঞ্চলের উন্নয়নের রূপকার ড. বীরেন শিকদার। নৌকাকে বিজয়ী করতে উপজেলা আওয়ামী লীগের পক্ষথেকে প্রতিটি ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করে চলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় নির্বাচনী প্রচারণায় ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে বুনাগাতী ডিগ্রী কলেজ মাঠে বুনাগতী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বুনাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিদুর রহমান সিকদার এর সভাপতিত্বে এবং বুনাগাতী ইউপি চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন লস্করের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. শ্রী বীরেন শিকদার বলেন, আমার নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা কোন প্রতিপক্ষকে তোয়াক্কা করে না। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যারা আমাদের বিপক্ষে ছিল তাদেরকে যেমন ভয় পায় না, তেমনি আমাদের গোপন প্রতিপক্ষকেও শেখ হাসিনা ভয় পায় না। ওই সমস্ত প্রতিপক্ষের বিরুদ্ধে আমরা জয়ী হব। বিএনপি নির্বাচনে আসে নাই, তারা বলছে নির্বাচন হয়তো হয়ে যাবে, আওয়ামী লীগ সরকারও গঠন করবে, কিন্তু তারা দেশ চালাতে পারবে না। তারা মনে করেছিল আন্তর্জাতিক চাপে আমরা দেশ চালাতে পারবো না কিন্তু ঠিকই আমরা পাঁচ বছর দেশ চালিয়েছি। আর এবার যে নির্বাচন করছি এই নির্বাচনে আমরা জয়লাভ করবো এবং আমরা আগামী পাঁচ বছর সরকার পরিচালনা করব। বিএনপি, জামাত, জাতীয় পার্টি ২৬ বছর ক্ষমতায় থেকে যা করতে পারে নাই আমরা ২০ বছর ক্ষমতায় থেকে সে কাজ করে দেখিয়েছি। আমরা পদ্মা সেতু করেছি, পায়রা সমুদ্র বন্দর তৈরি করেছি, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু ট্যানেল যা এশিয়া মহাদেশের ভিতরে নাই। তিনি আরও বলেন, আমরা বঙ্গবন্ধুর কর্মী, আমরা শেখ হাসিনার কর্মী, আমাদের প্রতিহত করার ক্ষমতা কারো নাই। শেখ হাসিনা আমাদের সামনে আছে শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নাই। আগামী ৭ জানুয়ারি নির্বাচন সুষ্ঠু, সুন্দর,শান্তিপুর্ন, অংশগ্রহণমূলক হবে, এ নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে। শেখ হাসিনা আমাদের জন্য যা করেছে এজন্য জনগণের কাছে আমাদের ভোট চাওয়ার অধিকার আছে। বিএনপি ভোট কেন্দ্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে। এর জন্য আমাদের প্রত্যেকের ভোটকেন্দ্রে যেতে হবে এবং শতভাগ ভোট নিশ্চিত করতে হবে। এ সময় আরো বক্তব্য রাখেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাসুদেব কুন্ডু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. শামসুল আলম, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা প্রমূখ।
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির...
স্টাফ রিপোর্টার ।। জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর...
দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে যশোরে নাগরিক সমাজের মানববন্ধন
যশোর অফিস : দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ ও বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।
সোমবার বেলা...
বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা বন্ধ, কর্মচারীদের ব্যানার টানিয়ে প্রতিবাদ
যশোর অফিস : যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের সরকার নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত কাজের বিপরীতে প্রাপ্য অধিকাল ভাতা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ...
মিথ্যা মামলায় ব্যবসায়ী আটকের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন
যশোর অফিস : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বড় ভাইকে আটক করার অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা জুয়েল...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা বিষয়ক সভা...
স্টাফ রিপোর্টার : সোমবার সকাল ১১টায় যশোর সদর উপজেলা প্রশাসনের
উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন
শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে...















