যশোর প্রতিবেদক : সদ্য গঠিত সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা পরিষদ যশোরের নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সাথে মতবিনিময় করেছেন। এসময় জেলার এই শীর্ষ দুই কর্মকর্তা নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, এমন কমিটি গঠন সময় উপযোগী এবং ইতিবাচক। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন তারা।
রোববার সকাল ১১টায় কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সভাকক্ষে এবং দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয় সভাকক্ষে আলাদাভাবে এই মতবিনিময় সভা দুটি অনুষ্ঠিত হয়।
উভয় সভায় সূচনা বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহ্বায়ক জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন। মূল বক্তব্য উপস্থাপন করেন সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা পরিষদ যশোরের আহ্বায়ক মিজানুর রহমান। সঞ্চালনা করেন এবং বিস্তারিত আলোচনা করে বক্তব্য রাখেন সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা পরিষদ যশোরের সদস্য সচিব জ্যেষ্ঠ সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল।
সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা পরিষদ যশোরের লক্ষ্য উদ্দেশ্য ও দাবি-দাওয়া সংক্রান্ত একটি লিখিত বক্তব্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হাতে তুলে দেয়া হয়।
লিখিত বক্তব্যে বলা হয়েছে : সাম্প্রদায়িক সহিংস বা স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো এবং প্রয়োজনে বিচারিক ক্ষমতা প্রয়োগের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তৎপরতা গ্রহণ। সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার জন্য ইউনিয়ন পর্যায়ে থেকে পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদের সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের বিশেষভাবে তাগিদ দেয়া এবং পরিষদকে সর্বাত্মকভাবে সহযোগিতার বার্তা প্রদান। পরিষদের সাথে উপজেলা প্রশাসনের যোগাযোগ বা সমন্বয়ের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার আহ্বান সম্বলিত একটি বিজ্ঞাপন আগামী কয়েকদিন স্থানীয় সংবাদপত্রে প্রকাশ ও প্রচার এবং অনুরূপ একটি প্রচারণা জেলা ও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ফেসবুক পেইজে প্রচারের ব্যবস্থা গ্রহণ। আগামী ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার জেলার সকল মসজিদে জুম্মার নামাজের খুতবায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার আহ্বান সম্বলিত বাণী প্রচারের ব্যবস্থা করা। পরিষদের সাথে সার্কেল, থানা, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জদের সাথে যোগাযোগ বা সমন্বয়ের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সকল বিষয়ের সামগ্রিক সমন্বয়ের জন্য একজন অতিরিক্ত পুলিশ সুপারের সাথে এই পরিষদকে যুক্ত রাখার ব্যবস্থা করা।
যশোরের সুশীল সমাজের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা পরিষদ গঠনকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেছেন, সামাজিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব রয়েছে। জেলা প্রশাসন এ পরিষদকে সার্বিক সহায়তা করবে বলে তিনি জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা পরিষদ যশোর শুধু নির্বাচনকালীন নয়; সবসময়ই কার্যকর থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এ পরিষদকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়ে বলেন, এটা সময়োপযোগী পদক্ষেপ। আইন-শৃঙ্ঘলা রক্ষায় এ পরিষদ সহায়ক ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ভোটে কোনোরকম বাধা প্রদান অথবা শান্তি বিঘ্নিত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপস্থিত ছিলেন ও মতামত ব্যক্ত করেন সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা পরিষদ যশোরের সদস্য বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, রাইটস্ যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, নারী নেত্রী হাবিবা সেফা, অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, অধ্যক্ষ জয়ন্ত বিশ্বাস, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাংবাদিক সাজ্জাদ গণী খাঁন রিমন, ইন্দ্রজিৎ রায়, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, পরিষদের যুগ্ম আহ্বায়ক সাজেদ রহমান বকুল, তপন কুমার ঘোষ, যুগ্ম সদস্য সচিব প্রণব দাস, হাবিবুর রহমান মিলন, সায়েদা বানু শিল্পী প্রমুখ।















