কেশবপুরে আ’লীগ ও দলীয় স্বতন্ত্রে হাড্ডাহাড্ডি লড়াই

0
181

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: যশোর-৬ (কেশবপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়-পরাজয়ে আওয়ামী লীগ ও
দলীয় স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এমনই আলোচনা-সমালোচনা চলছে
উপজেলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে। এই আসনটিতে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা
করছেন। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা
প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক
শাহীন চাকলাদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাঁচি প্রতীকের স্বতন্ত্র
প্রার্থী এইচ এম আমির হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ঈগল
প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম এবং জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল
প্রতীকের জি এম হাসান।
যশোর-৬ (কেশবপুর) আসনটি ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। চার জন
প্রার্থীই জোরেশোরে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এমনকি সকল প্রার্থীই বাড়ি
বাড়ি উপস্থিত হয়ে নিজের পক্ষে ভোট প্রার্থনা করে ফিরছেন। উপজেলার বিভিন্ন
ইউনিয়ন ও পৌর এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে,
নির্বাচনে নৌকা, কাঁচি ও ঈগল প্রতীকের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বীতা হওয়ার
সম্ভাবনা রয়েছে। উপজেলার বিষ্ণুপুর গ্রামের কৃষক আব্দুল মজিদ বলেন, তাদের এলাকায়
আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। মধ্যকুল
গ্রামের ভ্যানচালক আতিয়ার রহমান বলেন, তাদের এলাকায় ভোট নিয়ে খুব কম আলোচনা
হয়। কারণ হিসেবে জানায়, আওয়ামী লীগ থেকে নৌকা নিয়ে একজন ও স্বতন্ত্র হিসেবে
দুইজন ভোটে নামায় ভোটাররা মুখ খুলছে না। তবে তাদের ভেতর থেকেই জয়-পরাজয়
নির্ধারণ হবে। উপজেলার দেউলি গ্রামের নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক বলেন,
এবারের ভোটে কে কাকে সমর্থন দেবেন তা বলা মুশকিল। তবে যেই জয়লাভ করুক না কেন
জয়-পরাজয়ের ব্যবধানটা খুবই নিকটে থাকবে। অপরদিকে রাজনৈতিক বিশ্লেষকরা
বলছেন, এ আসনে প্রতিটি নির্বাচনেই নারী ভোটারদের উপস্থিতি হয় লক্ষ্যণীয়। এবার
নারী ভোটাররা যে প্রার্থীর দিকে ঝুঁকবেন, তারই জয়ের সম্ভাবনা থাকবে।
এ আসনের মোট ভোটার ২ লাখ ১৭ হাজার ৪২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার
৬৬৬ ও নারী ভোটার ১ লাখ ৭ হাজার ৭৫৭ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here