বাঘারপাড়ায় নৌকাকে বিজয়ী করতে আওয়ামী লীগের কর্মী সমাবেশ

0
151
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোর-৪ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলকে বিজয়ী করার লক্ষ্যে বাঘারপাড়ায় নির্বাচনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৩ জানুয়ারি) বিকালে উপজেলার দরাজহাট ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে পি এইচ এল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ অনুষ্টিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নরেন্দ্রনাথ  দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখে,  যশোর-৪ আসনে নৌকার প্রার্থী ও অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবুল, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ,  যশোর জেলা পরিষদের সদস্য সাইফুজ্জান চৌধুরি ভোলা, বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ার, দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, অভয়নগর উপজেলা আওয়ামীলীগ নেতা  জাহাঙ্গির আলম, অবসরপ্রাপ্ত সচিব সন্তোষ অধিকারি, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল্লাহ রানা, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহ খালিদ মামুন, বাঘারপাড়া উপজেলা উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন, সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন  প্রমুখ।
নৌকার প্রার্থী এনামুল হক বাবুল তার বক্তব্যে বলেন, নৌকায় ভোট দিলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ভোট দেয়া হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি দলমত নির্বিশেষে  নৌকা  মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। এর আগে খাজুরা, রায়পুর ইউনিয়নের বিভিন্ন বাজারে পথসভা ও গণসংযোগ করেন এনামুল হক বাবুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here