অভয়নগর (যশোর) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৮৮ যশোর-৪ আসনের অভয়নগর উপজেলায়
শান্তিপূর্ন ভাবে ভোট দান সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিরতীহিন
ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ
উপজেলায় আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতিকের এনামুল হক বাবুল
বিপুল ভোটে এগিয়ে রয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে থেকে প্রাথমিক
বেসরকারি ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার
কেএম আবু নওশাদ। তিনি এক এক করে ৮৩ টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেন।
আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এনামুল হক বাবুল অভয়নগর ও
বসুন্দিয়া ৮৩ কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬শ ৩৯টি।
এছাড়াও বাঘারপাড়া উপজেলায় নৌকার প্রার্থী এনামুল হক বাবুল
পেয়েছেন ৬৫ হাজার ৬শ ৫৬টি ভোট। তিনি মোট ১ লাখ ৮১ হাজার ২শ
৯৫টি ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম
প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জহুরুল হক জহির লাঙ্গল
প্রতিকে পেয়েছেন ১০ হাজার ৩শ ৪৬টি, তৃনমুল বিএনপির মনোনীত এম
শাব্বির আহমেদ সোনালী আঁশ প্রতিকে ১হাজার ৬শ ৬৬টি, ইসলামী
ঐক্যজোটের মনোনীত ইউনুস আলী মিনার প্রতিকে ৪হাজার ১শ ৫৩টি,
স্বতন্ত প্রার্থী রনজিত কুমার রায় ঈগল প্রতিকে ৫শ ৮৬টি ও বাংলাদেশ
জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম মনোনীত সুকৃতি মণ্ডল নোঙ্গও
প্রতিকে ৪শ ২৩টি। ভোট বাতিল হয়েছে ৬৮৬১ টি। অভয়নগর -বাঘারপাড়া ও
বসুন্দিয়া এলাকায় মোট কেন্দ্র ছিল ১৩৯ টি।
নির্বাচন অফিস থেকে জানা যায়, যশোর-৪ আসনে মোট ৪ লাখ ৩৩ হাজার
৮৩৮ ভোটারের মধ্যে এবার নতুন ভোটার যুক্ত হয়েছেন ৪৬ হাজার ৮৪৭ জন। সব
মিলে পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ৭৯৮ জন ও নারী ভোটার ২ লাখ ১৭ হাজার
৩৬ জন। অভয়নগরে তিন ও বাঘারপাড়ায় একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।
উপজেলাভিত্তিক হিসাবে অভয়নগরে ২ লাখ ১৫ হাজার ৪৬৬ জন, বাঘারপাড়ায় ১
লাখ ৮৭ হাজার ১১২ জন ও বসুন্দিয়া ইউনিয়নে ৩১ হাজার ২৬৮ জন ভোটার
রয়েছে।
এসময় উপস্থিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, নির্বাচন
কর্মকর্তা এস এম হাবিবুর রহমান, প্রকল্প বাস্তব বায়ন কর্মকর্তা
মুসফিকুর রহিম।















