জনগণের ভালোবাসায় সিক্ত হলেন এস এম ইয়াকুব আলী

0
222

(মণিরামপুর) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর—৫ (মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী দলীয় নেতাকমীর্ ও স্বতঃস্ফূর্ত জনতার ভালোবাসায় সিক্ত হলেন। সোমবার দুপুরে নিজ পেত্রিক বাড়ি আগরহাটিতে আসলে হাজার হাজার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় ক্ষিপ্ত এক আলোচনা সভায় এস এম ইয়াকুব আলী বলেন, জনগণের ভালোবাসায় আমি সিক্ত হলাম। জনগণের এই ভালোবাসা আমি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে উৎসর্গ করছি। তিনি আরো বলেন, আপনারা আমাকে যেভাবে ভালোবাসায় সিক্ত করলেন আমি চিরদিন মনে রাখবো। আমি আপনাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নসহ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো।সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, নেহালপুর ইউনিয়ের চেয়ারম্যান এম এম ফারুক হুসাইনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকমীর্রা অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here