মোঃ বাবলু মল্লিক, কালিয়া (নড়াইল) প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১আসনের ৪র্থ বারের নবনির্বাচিত সংসদ সদস্য বি এম কবিরুল হক (মুক্তি) কে ফুলের শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে, বি এম কবিরুল হক (মুক্তি)র গ্রামের বাড়ি কালিয়া উপজেলার বেন্দারচর মঙ্গলবার সকালে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, পহরডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ বাইজীদ মোল্লা, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক মোঃ বাবলু মল্লিক, লিটু মল্লিক, মোঃ রফিকুল ইসলাম মল্লিক, সিকদার আমিরুল ইসলাম (পর্বত), দিন মোহাম্মদ সিকদার, ছাত্রনেতা মুন্না খাঁন।
এদিকে, বি এম কবিরুল হক মুক্তি কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, পহরডাঙ্গা ইউনিয়ন নির্বাচন পরিচলনা কমিটি।















