ভোটারদের ধন্যবাদ জানিয়ে শৈলকুপায় বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ 

0
149
শৈলকুপা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভাগ-বাটোয়ারার ডামি নির্বাচন, এটি জনগন প্রত্যাখান করেছে বলে দাবি করেছে বিএনপি। নির্বাচন পরবর্তী সময়ে  নির্বাচনকে প্রত্যাখান করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে ঝিনাইদহের শৈলকুপাতে লিফলেট বিতরণ করেছে বিএনপি।
বুধবার (১০ জানুয়ারী) বিকেলে উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী শেখপাড়া বাজার এলাকার উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডুর দিকনির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাজ্জাদুর রহমান সাজ্জাদ। এছাড়াও উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক নেতা আরিফুর রহমান তপন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, ইবি ছাত্রদল নেতা রোকনুজ্জামান অর্কো, পুলক। উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন,  উপজেলা কৃষকদলের সদস্যমনিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জিল্লুর রহমান সবুজ, জেলা জনতা দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন সাদ্দাম, উপজেলা ছাত্রদল নেতা শাহীন মুন্সি, উপজেলার ত্রিবেণী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার মন্ডল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম সহ অর্ধ শতাধিক নেতাকর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here