ফকিরহাটে জমাজমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রী গুরুত্বর আহত থানায় অভিযোগ

0
238
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটের শ্যামবাগাত গ্রামের জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত প্রলিশ সদস্য ও তার স্ত্রীকে বেধড়ক মারপিট ও জীবন নাশের হুমকি প্রদান করা হয়েছে। এঘটনায় ভুক্তভোগী হালিমা বেগম ফকিরহাট মডেল থানায় চার জনের নাম উল্লেখ করে একটি সাধারন ডাইরী করেছেন। ফকিরহাট মডেল থানায় দায়েরকৃত সাধারন ডাইরী ও ভুক্তভোগী সুত্রে জানা গেছে, পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামের আঃ জলিল শেখ এর কন্যা হালিমা বেগম এর সাথে জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে পাশর্^বর্তী রাজিব হাসান, আশরাফ হোসেন শুভ, কিনারী বেগম ও আসমা আক্তার বিথি গংদের সাথে বিরোধ চলে আসছে। যা নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। এমত অবস্থায় বিবাদীরা সেই বিরোধপূর্ণ জমি হইতে মূল্যবান গাছ-পালা কর্তৃন করতে থাকে। ইহাতে হালিমা বেগম ও তার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য স্বামী শেখ আব্দুল মজিদ বাধা প্রদান করলে বিাদীরা গাছপালা কর্তৃন বিরত রাখে। এবং বিভিন্ন প্রকার হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদান করে। এই বিরোধের জের ধরে ঘটনার দিন ১লা জুনুয়ারী-২০২৪ ইং তারিখ বিকালে বিবাদীরা সকলে একত্রিত হইয়া বাদীদের নানাপ্রকার গালি-গালাস করতে থাকে। এর প্রতিবাদ করায় বিবাদীরা হালিমা বেগম ও তার স্বামী শেখ আব্দুল মজিদকে পিটিয়ে গুরুত্বর আহত করে। আহত অবস্থায় স্বামী-স্ত্রী দু’জনকে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনার হালিমা বেগম উপরোক্ত চারজনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি সাধারন ডাইরী করেছেন। যার নং ৩৩, তারিখ ০১-০১-২০২৪। এর আগেও একাধিকবার তাদের দু’জনকে মারপিট করা হয়েছে বলেও ভুক্তভোগীর অভিযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here