দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: নিজেকে ছোট মনে করে অন্যকে বড় মনে করে প্রতিনিয়োত সন্মান করা। কাউকে দেখে অহেতুক মন্তব্যের আগে সন্মান প্রদর্শন করে ব্যাক্তির নিকট যেয়ে তার বিষয় খোঁজ খবর নিতে হয়। অনেক সময় কিছু শিক্ষিত যুবকেরা বৃদ্ধাময়মুরুব্বী বয়সের বৃদ্ধাদের দেখে দুর থেকে হেয় করে থাকেন। বৃদ্ধা উচ্চ শিক্ষায় শিক্ষিত,হয়তো বৃদ্ধা হয়েছে, মনে হয় শিক্ষিত না। আসলে সে একজন বেশিই আর কম,তিনিই শিক্ষিত ব্যাক্তি।১২/০১/২০২৪ ইং-তারিখ সকালে সাড়ে ৭ টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর এক চায়ের দোকানে বশে ৬৮ বয়সের বৃদ্ধা মুরুব্বীকে যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর পত্রিকায় প্রকাশিত সংবাদ স্পর্শ করে পড়ে পাশে বসা লোকজনের শোনান।সরজমিন পরিদর্শন কালে উক্ত এলাকায় যেয়ে পত্রিকা পড়তে দেখা যায়। যেই বৃদ্ধাহোক,তাদের কে শ্রোদ্ধা দেখানোর চেষ্টা করতেও তাদের খোঁজ খবর নিতে হবে।















